Read more
অনলাইন ইনকাম বা ফ্রিল্যান্সিং এর কথা শুনেই আমরা Excited হয়ে উঠি। ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে ইনকাম করা কি সত্যি যায় ?🤔
হ্যাঁ অবশ্যই সত্যিই ইন্টারনেট এর মাধ্যমে ঘরে বসে বসে ইনকাম করা সম্ভব। কিন্তু কিভাবে ইনকাম করা যায়? 😊
😊হ্যাঁ আজ এটারই উত্তর দিবো। এবং সহজ ভাষায়।
অনলাইনে ইনকাম করার জন্য যে সেক্টরে গুলো রয়েছে তার মধ্যে ১৩ টি Important এবং প্রধান বড় সেক্টর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।
😊তবে হ্যাঁ অনলাইনে ইনকাম করা অনেক সহজ আবার অনেক কঠিন।
কঠিন একারণে যে এখানে প্রয়োজন ধৈর্য্যের যা সবার মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে না। এখানে কাজগুলো শেখার জন্য প্রাক্টিস করতে হয় সময় নিয়ে। খুব তাড়াহুড়ো করে শর্টকাট খুজতে গিয়ে অনেকেই প্রতারিত হয়।
😊আশা করছি আমি আপনাদের সঠিক তথ্য দিয়ে প্রতারিত হওয়া থেকে বাচাতে পারবো। এবং আপনাদের অনলাইনে কাজ করে ইনকাম করার সঠিক এবং উপযুক্ত সেক্টর গুলো সম্পর্কে তথ্য দিতে পারবো।
☺তো চলুন আজ আমরা অনলাইনে ইনকাম এর ১৩ সেক্টর এর ব্যাসিক সম্পর্কে জেনে আসি☺
পরবর্তী পোস্টে আমি একটি করে সেক্টর এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ☺
১) App ডেভলপমেন্ট: আন্ড্রয়েড , কম্পিউটার, স্মার্ট ঘড়ি, আইফোন ইত্যাদির App তৈরি করা বা আ্যপ যেভাবে কাজ করবে তা প্রোগ্রাম করা।
২) App ডিজাইন: আন্ড্রয়েড , কম্পিউটার, স্মার্ট ঘড়ি, আইফোন ইত্যাদির App দেখতে কেমন হবে তার গ্রাফিক্স ডিজাইন করা।
৩) Website ডেভেলপমেন্ট: ওয়েবসাইট তৈরি করা প্রোগ্রামিং করা।
৪) Website ডিজাইন: ওয়েব সাইট দেখতে কেমন হবে তার গ্রাফিক্স ডিজাইন করা।
৫) ভিডিও ইডিটিং: বিভিন্ন নাটক, সিনেমা, আ্যডভার্টাইজ, কন্টেন্ট ক্রিয়েট ইত্যাদি ভিডিও ইডিট করা।
৬) 2D animation: বিভিন্ন কার্টুন টাইপের তৈরি করা যেমন টম এন্ড জেরি। হতে পারে নাটক, ছোটদের কার্টুন, আ্যডভার্টাইজমেন্ট ইত্যাদি।
৭) 3D animation: মটু পাতলু এর মতো অ্যাডভান্সড টাইপের কার্টুন তৈরি করা যা কিছুটা রিয়েলিটি ফিল দেয়। হতে পারে নাটক, ছোটদের কার্টুন, আ্যডভার্টাইজমেন্ট ইত্যাদি।
৮) 4D animation: 3D এর থেকে এটা আরও বেশি রিয়েলিটি ফিল দেয়।
৯) 3D Motion Graphics: বিভিন্ন প্রডাক্ট এর এমন ডিজাইন করা যা মানুষ অনলাইনে কেনাকাটা করার সময় ঘুরিয়ে ফিরিয়ে প্রডাক্টটির এদিক ওদিক দেখতে পারবে মন হয় যেন বাস্তবে প্রডাক্ট দেখছে। অথবা কোন প্রডাক্ট তৈরির আগেই তার ডিজাইন তৈরি করা যে প্রডাক্টটি দেখতে কেমন হবে।
১০) 2D Graphics design: বিভিন্ন কম্পানি, চ্যানেল ইত্যাদির Logo, product design, t-shirts, thumbnail design ইত্যাদি।
১১) Digital Marketing:
*SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন,
*SEM বা সার্চ ইঞ্জিন মার্কেটিং,
*কন্টেন্ট মার্কেটিং
* SMS সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা
*এফিলিয়েট মার্কেটিং
*ইমেইল মার্কেটিং
*ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং
*সিপিএ মার্কেটিং ইত্যাদি।
১২) ডাটা এন্ট্রি: বিভিন্ন লেখা, চিত্র,তথ্য, উপাত্ত ইত্যাদি কম্পিউটারের ডাটাবেজে তুলে সংরক্ষণ করা।
১৩) কন্টেন্ট ক্রিয়েটর: বিভিন্ন Social Media প্লাটফর্মে যেমন, YouTube, Facebook, Instagram ইত্যাদি এর মধ্যে চ্যানেল খুলে তাতে বিভিন্ন ধরনের ক্যাটাগরি অনুযায়ী ভিডিও তৈরি করা। যেমন, Comedy, Natural, Educational, Cartoon, নাটক ইত্যাদি।
0 Reviews